ধাতব পদার্থের ক্ষয় রোধ করার উপায়সমূহ
ধাতব পদার্থের ক্ষয় রোধ করার উপায়সমূহ
ধাতুর ক্ষয় রোধ করার কয়েকটি উপায় হলো-
১। গ্যালভানাইজিং
২। পেইটিং
৩। ইলেকট্রোপ্লেটিং
বিস্তারিতঃ
১। গ্যালভানাইজিংঃ আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে আমরা জিংক বা দস্তা ব্যবহার করে থাকি। এর মধ্যে অন্যতম হলো গ্যালভানাইজিং। লোহার তৈরি দ্রব্যসামগ্রীর উপর দস্তার পাতলা আবরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। জিঙ্ক এর আবরণ লোহাকে বাতাসে অক্সিজেন ও পানি থেকে রক্ষা করে। ফলে মরিচা পড়তে পারে না এবং লোহারও ক্ষয় হয় না।
দস্তার পরিবর্তে টিন দিয়েও অনেক সময় আবরণ দিয়ে ধাতব পদার্থকে ক্ষয় হতে রক্ষা করা যায়।
২। পেইটিংঃ পেইন্টিং বা রঙ করেও ধাতব পদার্থসমূহের ক্ষয় রোধ করা যায়।বাসার রেফ্রিজারেটরে, আলমারি, গাড়ি, স্টিলের আসবাবপত্র এ সবই রং করা হয় পেইন্ট দিয়ে- এদের ক্ষয় রোধ করার জন্য। এই পেইন্ট সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আবার পেইন্টিং করে নেওয়া ভালো।
৩। ইলেকট্রোপ্লেটিংঃ ইলেকট্রোপ্লেটিং হলো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত নিকেল ক্রোমিয়াম, টিন, সিলভার, সোনা দিয়ে আবরণ তৈরি করা হয়। এতে একদিকে যেমন ধাতুর ক্ষয় রোধ করা যায়, অন্যদিকে তেমনি আকর্ষণীয় ও চকচকে হয়। খাবারের কৌটা সাইকেল এগুলোর ক্ষেত্রে লোহার উপর টিনের ইলেকট্রোপ্লেটিং করা হয়।
ধাতুর ক্ষয় রোধ করার কয়েকটি উপায় হলো-
১। গ্যালভানাইজিং
২। পেইটিং
৩। ইলেকট্রোপ্লেটিং
বিস্তারিতঃ
১। গ্যালভানাইজিংঃ আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে আমরা জিংক বা দস্তা ব্যবহার করে থাকি। এর মধ্যে অন্যতম হলো গ্যালভানাইজিং। লোহার তৈরি দ্রব্যসামগ্রীর উপর দস্তার পাতলা আবরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। জিঙ্ক এর আবরণ লোহাকে বাতাসে অক্সিজেন ও পানি থেকে রক্ষা করে। ফলে মরিচা পড়তে পারে না এবং লোহারও ক্ষয় হয় না।
দস্তার পরিবর্তে টিন দিয়েও অনেক সময় আবরণ দিয়ে ধাতব পদার্থকে ক্ষয় হতে রক্ষা করা যায়।
২। পেইটিংঃ পেইন্টিং বা রঙ করেও ধাতব পদার্থসমূহের ক্ষয় রোধ করা যায়।বাসার রেফ্রিজারেটরে, আলমারি, গাড়ি, স্টিলের আসবাবপত্র এ সবই রং করা হয় পেইন্ট দিয়ে- এদের ক্ষয় রোধ করার জন্য। এই পেইন্ট সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আবার পেইন্টিং করে নেওয়া ভালো।
৩। ইলেকট্রোপ্লেটিংঃ ইলেকট্রোপ্লেটিং হলো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত নিকেল ক্রোমিয়াম, টিন, সিলভার, সোনা দিয়ে আবরণ তৈরি করা হয়। এতে একদিকে যেমন ধাতুর ক্ষয় রোধ করা যায়, অন্যদিকে তেমনি আকর্ষণীয় ও চকচকে হয়। খাবারের কৌটা সাইকেল এগুলোর ক্ষেত্রে লোহার উপর টিনের ইলেকট্রোপ্লেটিং করা হয়।
আরো পড়ুন
No comments