Header Ads

Header ADS

পৃথিবীর আকৃতি কেমন?

পৃথিবীর আকৃতি
                                                                   চিত্র: পৃথিবী
            আমরা পৃথিবীতে বাস করি। আমরা চারদিকে তাকালে আপাতদৃষ্টিতে পৃথিবীকে একটি থালার মতো মনে হয়। মনে হয়, আমাদের ঘরবাড়ি ঐ থালা বা চাকতির উপরে আছে। আর আকাশ এই থালাকে ঘিরে রেখেছে। কিন্তু পৃথিবী থালা বা চাকতির মতো নয়। এটি গোলাকার হলেও পুরোপুরি গোলাকার নয়। পৃথিবী কমলালেবুর মতো উত্তর-দক্ষিণে কিছুটা চাপা। গোলাকার পৃথিবী পৃষ্ঠের ৪ ভাগের ৩ ভাগ পানি, একভাগ মাটি। গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে গ্যাসীয় বায়ুমÐল। আমরা ভূগোলকের মতো একটি গোলকের পৃষ্ঠে অবস্থান করছি।



No comments

Powered by Blogger.