Header Ads

Header ADS

মরিচা রোধ করতে কী কী ব্যবস্থা নেয়া যায়?

মরিচা রোধ করতে কী কী ব্যবস্থা নেয়া যায়?


              মরিচা হলো পানিযুক্ত ফেরিক অক্সাইড-যা লোহার ক্ষয়সাধন করে। লোহা বা লোহাজাত জিনিসপত্র ক্ষয় হতে থাকলে এক সময় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

এক্ষেত্রে মরিচা রোধ করতে নি¤œলিখিত ব্যবস্থাগুলো নেয়া যায়-
১। লোহাজাত জিনিসপত্রগুলো পানি হতে দূরে বা যথাসম্ভব শুকনো স্থানে রাখতে হবে।
২। এগুলোতে তৈল বা গ্রিজ ভিজিয়ে রেখে মরিচা রোধ করা যায়।
৩। এছাড়া প্রয়োজনে গ্যালভানাইজিং, পেইন্টিং, ইলেকট্রোপ্লেটিং করেও গৃহস্থালীর জিনিসপত্র মরিচারোধী করা যায়। গ্যালভানাইজিং করা জিংকের আবরণ লোহার জিনিসপত্রকে বাতাসের অক্সিজেন ও পানি থেকে রক্ষা করে।
৪। পেইন্টিং করলে ধাতব পদার্থসমূহের ক্ষয় রোধ হয়।
৫। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতব পাতলা আবরণ তৈরির মাধ্যমে দরজা, জানালা ও গ্রিলের ক্ষয় রোধ করা যায়। তাছাড়া সেগুলো আকর্ষণীয় এবং চকচকে হয়।
   
              এভাবেই লোহার তৈরি জিনিসপত্রকে মরিচা পড়া থেকে রক্ষা করা যায়।

No comments

Powered by Blogger.