Header Ads

Header ADS

পৃথিবী সম্পর্কে কোপারনিকাসের মতবাদ

কোপারনিকাসের মতবাদ


        কোপরনিকাস (১৪৭৩-১৫৪৩) নামে একজন জ্যোর্তিবিদ পর্যবেক্ষণের মাধ্যমে সম্পূর্ণ নতুন মতবাদ নিয়ে আসেন। তিনি পৃথিবীকেন্দ্রিক মডেলের বদলে সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন। তার মডেলের মূল কথা হলো- পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে।

তিনি আরো একটি নতুন কথা বলেন সেটি হলো- পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করছে। পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও ও কেপলার, কোপারনিকাসের এই মতবাদের পক্ষে প্রমাণ হাজির করেন। বর্তমানে এই সূর্যকেন্দ্রিক এই মডেল প্রমাণিত এবং বিজ্ঞানী ও সাধারণ মানুষ তা গ্রহণ করেছে।

No comments

Powered by Blogger.