Header Ads

Header ADS

কেন আগে মানুষ মনে করত যে, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে?

কেন আগে মানুষ মনে করত যে, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে?


         আগের দিনে সাধারণ মানুষসহ এ্যারিস্টটল ও টলেমীর মতো বিখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদরাও মনে করতেন যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। প্রাচীনকালে মহাকাশ গবেষণার কোনো যন্ত্র ছিলো না। খালি চোখে যেমনটা বোঝা যেত তাই ধরে নেয়া হতো।
ভোরবেলায় সূর্য পূর্ব দিগন্তে উঠে ধীরে ধীরে মাথার উপর এসে পশ্চিম দিগন্তে ডোবে। পৃথিবী থেকে এটা দেখে তাই ধরে নেয়া হতো-সূর্য পৃথিবীকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক এ্যারিস্টটল তিনিও মনে করতেন পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে। এখন থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টলেমী জোরালোভাবে বলেন যে- পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু ঘুরছে। তার এই মতবাদ দীর্ঘদিন মানুষ বিশ্বাস করেছে।
কিছু কিছু জ্যোতির্বিদ টলেমীর মতবাদে বিশ্বাস করতেন না। কিন্তু তার এই মতবাদকে কেউ ভুল প্রমাণ করতে পারেননি।

No comments

Powered by Blogger.