নবি-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো কী কী?
নবি-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো কী কী
নবী-রাসুলগণ ছিলেন আলাহর মনোনীত প্রতিনিধি। তারা মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে সঠিক সন্ধান দেয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। তাঁদের শিক্ষার কথাগুলো মহামূল্যবান।
নবী-রাসুলগণের শিক্ষার মূলকথাঃ
নিচে নবী-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো বর্ণনা করা হল -
১। তাওহীদ বা একত্ববাদঃ আলাহু ত’আলা এক। তাঁর কোনো শরীক নেই, তাঁর কোনো সমকক্ষ নেই।
২। রিসালাত ও নবুওয়্যাত ঃ নবী রাসূলগণের মাধ্যমে আলাহ্ তা’ আলার বানীসমূহ মানুষের কাছে পৌঁছান হতো।
৩। দীনঃ আলাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো।
৪। আখলাকঃ চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম-কানুন শিক্ষা দান।
৫। শরিয়তঃ জীবন যাপনের বিধান। ধর্মের দৃষ্টিতে বৈধ-অবৈধ বা হালাল -হারাম এবং জায়েজ না জায়েজ শিক্ষা সংবলিত বিধি-বিধান।
৬। আখিরাতঃ মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো।
পৃথিবীর মানুষকে উলেখিত কথাগুলো শেখানোর জন্য নবী-রাসুলগণ এসেছেন। তাঁদের কথাগুলো সুন্দরভাবে মেনে চললে আলাহ ত’আল আমাদের উপর খুশি হবেন।
নবী-রাসুলগণ ছিলেন আলাহর মনোনীত প্রতিনিধি। তারা মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে সঠিক সন্ধান দেয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। তাঁদের শিক্ষার কথাগুলো মহামূল্যবান।
নবী-রাসুলগণের শিক্ষার মূলকথাঃ
নিচে নবী-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো বর্ণনা করা হল -
১। তাওহীদ বা একত্ববাদঃ আলাহু ত’আলা এক। তাঁর কোনো শরীক নেই, তাঁর কোনো সমকক্ষ নেই।
২। রিসালাত ও নবুওয়্যাত ঃ নবী রাসূলগণের মাধ্যমে আলাহ্ তা’ আলার বানীসমূহ মানুষের কাছে পৌঁছান হতো।
৩। দীনঃ আলাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো।
৪। আখলাকঃ চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম-কানুন শিক্ষা দান।
৫। শরিয়তঃ জীবন যাপনের বিধান। ধর্মের দৃষ্টিতে বৈধ-অবৈধ বা হালাল -হারাম এবং জায়েজ না জায়েজ শিক্ষা সংবলিত বিধি-বিধান।
৬। আখিরাতঃ মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো।
পৃথিবীর মানুষকে উলেখিত কথাগুলো শেখানোর জন্য নবী-রাসুলগণ এসেছেন। তাঁদের কথাগুলো সুন্দরভাবে মেনে চললে আলাহ ত’আল আমাদের উপর খুশি হবেন।
No comments