আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের যা যা জানা জরুরি
আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের যা যা জানা জরুরিঃ
“ আল্লাহ ” একটি আরবি নামবাচক শব্দ। আলাহ শব্দের কোন প্রতিশব্দ নেই। তিনি এ দৃশ্যমান জগতের আড়ালে অদৃশ্যমান এক পরম সত্তা। তিনি এক ও অদ্বিতীয়। তিনি আমাদের প্রতিপালক।
আমাদের চারদিকেই ছড়িয়ে রয়েছে আলাহ তায়ালার অসংখ্য সৃষ্টি যা তার অস্তিত্বের নিদর্শন বা পরিচয়ের মাধ্যম। তাঁর নিদর্শন নিয়ে চিন্তা করলেই আমরা আলাহ সম্পর্কে জানতে পারবো। আলাহ সম্পর্কে জানতে হলে আগে আমাদের নিচের বিষয়গুলো জানতে হবে।
* নিজের অস্তিত্বঃ আলাহ সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম জানতে হবে নিজের অস্তিত্ব সম্পর্কে। কারণ আমি কোথা থেকে আসলাম? কোথায় এসেছি? আবার কোথায় যাব? আমাকে এ সুন্দর অবয়বে কে তৈরি করলেন? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই একসময় জানা যাবে আলাহ সম্পর্কে।
* সৃষ্টিজগৎ নিয়ে চিন্তাভাবনাঃ এ সুন্দর পৃথিবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নয়নাভিরাম পাহাড়-পর্বত, সাগর, নদী, বন এ সবকিছুর একজন স্রষ্টা রয়েছে। আর তিনিই হলেন মহান আলাহ তায়ালা।
* আলাহর সিফাতি নামের মাধ্যমেঃ আলাহ সৃষ্টিকর্তা , পালনকর্তা, রিজিকদাতা, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান, অতিক্ষমাশীল অতি সহনশীল ইত্যাদি নামের মাধ্যমেই তাঁর পরিচয় লুকায়িত আছে।
* কোরআনের মাধ্যমেঃ কোরানই আলাহ সম্পর্কে জানার সর্বোৎকৃষ্ট মাধ্যম। যেমন সূরা ইখলাসে বলা হয়েছে বলুন , আলাহ এক এবং অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি কাউকে জন্ম দেন নি এবং কারো থেকে জন্মগ্রহণ করেন নি, এবং তাঁর সমতুল্য কেউ নেই।
ঈমান আনার জন্য যা যা জানা জরুরিঃ
ইমান আনার জন্য আমাদের যা যা জানা জুররি তা নিচে আলোচনা করা হলো -
* আলাহ তায়ালা সম্পর্কে জানতে হবে এবং ইমান আনতে হবে।
* আলাহর কিতাব সম্পর্কে জানতে হবে।
* ফেরেশতাদের সম্পর্কে জানতে হবে।
* মৃত্যুপরবর্তী জীবন সম্পর্কে অর্থাৎ আখিরাত সম্পর্কে জানতে হবে।
* ভাগ্যের ভালোমন্দ একমাত্র আলাহর হাতে এ সম্পর্কে এবং
* মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে জানতে হবে।
সর্বোপরি বলা যায়, আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো আলাহ সম্পর্কে জানা এবং ইমান আনার জন্য যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে সেসব বিষয় জানা এবং তার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা।
“ আল্লাহ ” একটি আরবি নামবাচক শব্দ। আলাহ শব্দের কোন প্রতিশব্দ নেই। তিনি এ দৃশ্যমান জগতের আড়ালে অদৃশ্যমান এক পরম সত্তা। তিনি এক ও অদ্বিতীয়। তিনি আমাদের প্রতিপালক।
আমাদের চারদিকেই ছড়িয়ে রয়েছে আলাহ তায়ালার অসংখ্য সৃষ্টি যা তার অস্তিত্বের নিদর্শন বা পরিচয়ের মাধ্যম। তাঁর নিদর্শন নিয়ে চিন্তা করলেই আমরা আলাহ সম্পর্কে জানতে পারবো। আলাহ সম্পর্কে জানতে হলে আগে আমাদের নিচের বিষয়গুলো জানতে হবে।
* নিজের অস্তিত্বঃ আলাহ সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম জানতে হবে নিজের অস্তিত্ব সম্পর্কে। কারণ আমি কোথা থেকে আসলাম? কোথায় এসেছি? আবার কোথায় যাব? আমাকে এ সুন্দর অবয়বে কে তৈরি করলেন? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই একসময় জানা যাবে আলাহ সম্পর্কে।
* সৃষ্টিজগৎ নিয়ে চিন্তাভাবনাঃ এ সুন্দর পৃথিবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নয়নাভিরাম পাহাড়-পর্বত, সাগর, নদী, বন এ সবকিছুর একজন স্রষ্টা রয়েছে। আর তিনিই হলেন মহান আলাহ তায়ালা।
* আলাহর সিফাতি নামের মাধ্যমেঃ আলাহ সৃষ্টিকর্তা , পালনকর্তা, রিজিকদাতা, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান, অতিক্ষমাশীল অতি সহনশীল ইত্যাদি নামের মাধ্যমেই তাঁর পরিচয় লুকায়িত আছে।
* কোরআনের মাধ্যমেঃ কোরানই আলাহ সম্পর্কে জানার সর্বোৎকৃষ্ট মাধ্যম। যেমন সূরা ইখলাসে বলা হয়েছে বলুন , আলাহ এক এবং অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি কাউকে জন্ম দেন নি এবং কারো থেকে জন্মগ্রহণ করেন নি, এবং তাঁর সমতুল্য কেউ নেই।
ঈমান আনার জন্য যা যা জানা জরুরিঃ
ইমান আনার জন্য আমাদের যা যা জানা জুররি তা নিচে আলোচনা করা হলো -
* আলাহ তায়ালা সম্পর্কে জানতে হবে এবং ইমান আনতে হবে।
* আলাহর কিতাব সম্পর্কে জানতে হবে।
* ফেরেশতাদের সম্পর্কে জানতে হবে।
* মৃত্যুপরবর্তী জীবন সম্পর্কে অর্থাৎ আখিরাত সম্পর্কে জানতে হবে।
* ভাগ্যের ভালোমন্দ একমাত্র আলাহর হাতে এ সম্পর্কে এবং
* মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে জানতে হবে।
সর্বোপরি বলা যায়, আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো আলাহ সম্পর্কে জানা এবং ইমান আনার জন্য যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে সেসব বিষয় জানা এবং তার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা।
No comments