Header Ads

Header ADS

একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত?

একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত

            আল্লাহ পাক পৃথিবীতে মানবজাতি সৃষ্টি করেছেন। কিন্তু মানবজাতির মধ্যে রয়েছে অনেক ধর্মগত প্রভেদ। এসব ধর্মের মধ্যে ইসলাম  হল অন্যতম। যারা ইসলাম ধর্মের অনুসারী তারাই মুসলিম।
একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত তা নিচে দেওয়া হলঃ

১. একজন মুসলিমের চরিত্রে থাকবে সবসময় আল্লাহ তায়ালার ভয়।
২. পৃথিবীর মানুষের দখলে যা কিছু আছে সবই আল্লাহর দান ও বিশ্বাসকে ধারণ করবে সে।
৩. সত্য ও ন্যায়কে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবে সে।
৪. সে কারো প্রতি জুলুম করবে না এবং কখনো অন্যায়ের পথে পা বাড়াবে না।
৫. হারাম জিনিস দিয়ে সে পেট ভরবে না।
৬. অসৎ আলোচনা শোনা থেকে কানকে দূরে রাখবে সে।
৭. কারো প্রতি কু দৃষ্টি দেওয়া থেকে চোখকে সে হেফাজত করবে।
৮. মন্দ চিন্তা থেকে সে তার মনকে মুক্ত রাখবে।
৯. সে অসত্য উচ্চারণ থেকে জিহ্বাহ হেফাজত করবে।
১০. তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ।

     একজন মুসলিমের আচার-আচরণ হবে কুরআন সুন্নাহাভিত্তিক। যা হবে সমাজের সকল স্তরের মানুষের কাছে গ্রহনযোগ্য। খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করতে পারলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়।

No comments

Powered by Blogger.